আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের হাথা সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তরিত করা নিয়ে এবার মুখ খুললেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রবিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে ভক্তদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘ইস্তাম্বুল নিয়ে আমার চিন্তা হচ্ছে। আমি সান্তা সোফিয়ার চিন্তা করছি এবং আমি খুবই কষ্ট পেয়েছি।’
ইতিমধ্যেই হায়া সোফিয়া জাদুঘরকে মসজিদে পরিণত করার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া, গ্রিস সহ বিশ্বের একাধিক দেশ। যদিও সমালোচনার ঝড়েও নিজের অবস্থানে অনড় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এর্ডোয়ান। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করার সিদ্ধান্ত কোনও মতেই পরিবর্তন করা হবে না। আগামী ২৪ জুলাই মসজিদে প্রথম নামাজ আদায় করা হবে।
দেড় হাজার বছরের পুরনো হাইয়া সোফিয়া এক সময় ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা। মুসলিম শাসনামলে তা মসজিদে পরিণত হয়। ১৯৩৪ সালে তুরস্কে ধর্মনিরপেক্ষ সরকার ক্ষমতায় আসার পরে মসজিদটিকে জাদুঘরে পরিণত করা হয়। তার পর থেকেই দেশের সবচেয়ে দর্শনীয় স্থান হয়ে ওঠে হায়া সোফিয়া। প্রতি বছর অন্তত ৩৭ লক্ষ পর্যটক আসেন জাদুঘরটি দেখতে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ঘোষিত হায়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে। গত শুক্রবার তুরস্কের প্রশাসনিক আদালত হায়া সোফিয়া জাদুঘরের মর্যাদা বাতিল করে মসজিদে রূপান্তরিত করার আদেশ দিয়েছে। সেই আদেশের পরেই তুরস্কের প্রেসিডেন্ট এর্ডোয়ান এক আদেশ জারি করে হায়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা দেন।
Leave a Reply